মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৩

বাংলার হিন্দু বাংলার মুসলিম বাংলার বোদ্ধ বাংলার খ্রিষ্টান আমরা সবাই বাঙ্গালী


আমার জন্ম আন্দোলন দিয়ে (১৯৫২)
আমি পেয়েছিলাম শেখ মুজিব কে (১৯৪৮)
মেনেছিলাম ৭১ এ তাকে
এনেছিলাম মুক্তিযুদ্ধ।
তখনো ওরা (রাজাকার) বলেছিল আমরা নাকি ইহুদি, নাস্তিক
আমি মানি তাদের করেছিলাম মুক্তি যুদ্ধ
৩০ লক্ষ প্রানের বিনিময়ে এনেছিলুম একটি মানচিত্র এনেছিলুম একটি পতাকা আর এর সাথে পেয়েছিলুম স্বাধীনতা।

এসেছিলো স্বৈরাচারীরা হত্যা করে বঙ্গবন্ধু কে
৮৬ সনে সকল দলের নেতৃত্ব পেয়েছিলুম আমরা
ফিরে করেছিলাম আন্দোলন দিয়েছি গনতন্ত্র
শহীদ হলেন নুর হোসেন সহ অন্যান্যরা।
কি পেয়েছিলাম আমরা গনতন্ত্র কে ফিরিয়ে দিয়ে ?
যেই গনতন্ত্র আমাদের কে পরাধিন করে দেয় ?
রাজাকার হয় মন্ত্রি আবার তাদের বিচার চাইতে গেলে হয় মৃত্যু ও নাস্তিক ?

জাগো বাহে জাগো। আমি মুস্লিম, তুমি হিন্দু, আমার ভাই বোদ্ধ, আমার বোন  খ্রিষ্টান কিন্তু আমরা সবাই বাঙালি। বাঙালি না থাকলে আমরা কেও কোন ধর্ম গ্রহন করতে পারতাম না। ধর্ম জার জার দেশ সবার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন