আমার ধর্ম ইসলাম কিন্তু
আমি সন্ত্রাসী নই। আমি ইহা কে বিক্রয় করি না। আপনারা যারা হিন্দি ছবি দেখেন তারা
হয়তো মাই নেম ইস খান ছবি টা দেখেছেন তারা বিষয় টা খ্যাল করবেন যে এই
ছবিটাতে মুসলিম মানেই সন্ত্রাসী এবং শাহরুখ খান এটা কে ভুল প্রমানিত করেন।
আমরা আসলেই ইসলাম সম্পর্কে যে যেটাই বলি কিন্তু কর্ম করি ভুল। সারা বিশ্বতে গুষ্টি
কয়েক মানব জিহাদি আন্দোলন করে মুসলমান কে সন্ত্রাসী
হিসাবে স্বীকৃত দিয়েছে। কিন্তু জিহাদ কি আপনি জানেন ? জিহাদ এর অর্থ হলো ধর্ম যুদ্ধ অর্থাৎ ইসলাম এর সাথে অন্য
কনো ধর্মের যুদ্ধ (যাহা এখন আর হয় না)। আপনারা লক্ষ করে দেখবেন তামাম বিশ্ব যে
যারা জিহাদি আন্দোলন করেন যারা, তারা কোন ধর্ম
যুদ্ধে নিয়জিত নন তারা সরকার বিরোধী আন্দোলন করছেন।ধর্ম কি ? মানব জাতি
কে তার জীবন যাপন করার উপায় বা পথ হলো ধর্ম। ইসলাম ধর্ম হল পৃথিবীর সবচেয়ে সুন্দর ধর্ম
যাহার মধ্যে কোন হিংসাত্মক কথা বলে নাই। এর মুল দায়িত্ব হলো ইমান। ইমান মানেই
বেশির ভাগ বুঝি আমরা সততা অতি দুঃখের বিষয় যে আমরা কে রাখি না। কিন্তু ইমানের শব্দের মুল অর্থ হল আল্লাহ্র
উপর বিশ্বাস রাখা। কালেমা শাহাদাত স্বীকার করা। আর রাসুল (সঃ) কে অনুসরণ করে চলা ও
তার আদেশ মানা। যদিও আমরা আজ নিজেরাই হাদিস বানাই ও প্রচার করি। আমি ছোট্ট করে
একটি উধারন দেই আপনাদের কে; আমার নবী আপনার
নবী সারা বিশ্বের নবী হুজুর পাক হযরত মুহাম্মেদ (সঃ) কে এক বুড়ি রাস্তায় কাটা
বিছিয়ে রাখতেন নবীজী প্রতিদিন ই সেই কাটার উপর দিয়ে যাওয়া আশা করতেন হটাত একদিন
নবীজী রাস্তায় কাটা দেখতে পান না, তিনি তখন বুড়ির
খবর নিতে জান যেয়ে দেখেন বুড়িটি অসুস্থ, তিনি তখন অসুস্থ বুড়ির সেবা করেন। কিন্তু আমরা আমাদের পথে কাটা বিছালে আমরা বোমা মারি কি আজব ব্যাপার তাই না
?
মানুষকে অন্ধকারে রেখে হত্যা করেই যাচ্ছে ইসলাম প্রেমিক রুপি সয়তানেরা আর আমরা তাদের দাওয়া ধর্ম ভিটামিন খাচ্ছি এভাবে নাহলেও আরেক ভাবে। হুজুকে বাঙ্গালী ব্যপারটা সত্যি কাজে লাগাচ্ছে ওরা কাজেই একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের আরও ভেবে কাজ করা উচিৎ।
মানুষকে অন্ধকারে রেখে হত্যা করেই যাচ্ছে ইসলাম প্রেমিক রুপি সয়তানেরা আর আমরা তাদের দাওয়া ধর্ম ভিটামিন খাচ্ছি এভাবে নাহলেও আরেক ভাবে। হুজুকে বাঙ্গালী ব্যপারটা সত্যি কাজে লাগাচ্ছে ওরা কাজেই একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের আরও ভেবে কাজ করা উচিৎ।
অন্যান্য দেশের মতো
বাংলাদেশে জামাত-ই-ইসলাম একটি সংগঠন যারা এই জিহাদি আন্দোলন করে, যাদের নেতৃত্ব দেয় পাকিস্তান
থেকে। জামাত-ই-ইসলাম এর একটি ছাত্র সংগঠন আছে যাহার নাম ইসলামী ছাত্র শিবির। জামাত-শিবির
ছাগুরা তাদের সদস্য সংগ্রহ করে বিভিন্ন মসজিদ ও স্কুল কলেজ থেকে। পরবর্তীতে
তাদের কের সাধারণ কিছু বই পরতে দেয় অতঃপর তাদের শিবির এর বই পরতে দেওয়া হয় এবং
বুঝানো হয় তারা এখন ইসলামী যোদ্ধা এবং বুঝায় ধর্ম যুদ্ধ চলছে সরকারের বিরুদ্ধে আর ছাগুর বাচ্চারা অন্ধকারে থেকে
হিংস্র হয়ে উঠে। তাদের অন্যতম সংগঠনগুলোর
নাম হল হিজবুত তাহারী (যারা আফগানিস্থান থেকে প্রশিক্ষন প্রাপ্ত) জে এম বি
(সুইসাইড স্কওাড) আমি খুব লক্ষ করে দেখেছি যে এই ছাগুদের এর আক্রমনে যতো লোক মারা
গেছেন তারা সবাই মুসলমান। অথচ ইসলাম ধর্মের সর্ব শ্রেষ্ঠ নবী মোহাম্মেদ (সঃ) তার
বিদায়ী ভাষণে বলেছিলেন “ তোমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই, কেও তোমরা একে
অন্যর ক্ষতি করো না।''
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন